নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য সম্প্রতি অভিযোগ করেছেন যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার ইউটিউব ভিডিও কনটেন্ট ব্লক করে রেখেছে। বুধবার রাতে তিনি নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্টের মাধ্যমে এই দাবি করেন। তার অভিযোগের প্রেক্ষিতে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। পরে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ আহমেদ পিনাকী ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করে জানান যে, ভিডিও ব্লক করার বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো নির্দেশনা ছিল না। এরপর রাতে ওই কনটেন্টটি ব্লক তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। তবে পিনাকী ভট্টাচার্য এই ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছেন। পিনাকী ভট্টাচার্য ২০১৮ সালের শিক্ষার্থীদের আন্দোলনের সময় পরিচিতি লাভ করেন। এরপর রাজনৈতিক বিতর্কে জড়িয়ে তিনি ২০১৯ সালের জানুয়ারিতে গোপনে দেশ ছেড়ে ব্যাংকক যান। এর দুই মাস পর তিনি ফ্রান্সে চলে যান, যেখানে...