নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ শুরুতেই আরেকটি রেকর্ড গড়লেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ড। মাত্র ৪৯ ম্যাচেই ৫০ গোল পূর্ণ করে তিনি হয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই মাইলফলকে পৌঁছানো দ্রুততম ফুটবলার। বুধবার রাতের ম্যাচটিতে ইতালির নাপোলির বিপক্ষে ২-০ গোলে জেতে সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধে ফিল ফোডেনের পাস থেকে মাথা ছুঁইয়ে গোল করে দলকে এগিয়ে দেন হালান্ড, আর তাতেই গড়ে ফেলেন এই নতুন রেকর্ড। এরপর জেরেমি ডকুর দারুণ এক গোল নিশ্চিত হয় সিটির পূর্ণ তিন পয়েন্ট। এই ম্যাচে বিশেষ নজর ছিল কেভিন দে ব্রুইনের দিকে। এক দশক সিটিতে খেলে গ্রীষ্মে বিদায় নেওয়া এই বেলজিয়ান মিডফিল্ডার প্রত্যাবর্তন ভালো হয়নি। ম্যাচের মাত্র ২৬ মিনিট পরই নাপোলির অধিনায়ক জিওভানি দি লরেঞ্জোর...