নিউজ স্কুপ-কে দেওয়া সাক্ষাৎকারে তানিয়া বলেছিলেন, “আমি জানি না যে আমার মনের মতো পুরুষ পৃথিবীতে আছেন কি না। তবে একজন বেকার ছেলেকে বিয়ে করতে আমার আপত্তি নেই। আপত্তি নেই তার পা টিপে দেওয়ায় বা প্রকাশ্যে তার পা ছুঁয়ে প্রণাম করাতেও। আমি বিশ্বাস করি, সম্পর্কে ছোট-বড় বলে কিছু হয় না।” নিজেকে রোমান্টিক দাবি না করে তানিয়া বলেছিলেন, “আমি যখন সম্পর্কে ছিলাম, তখন একেবারেই রোমান্টিক ছিলাম না। আমার প্রেমিক খাওয়ার পর তার হাত মুছে দিতে আমি গরম তোয়ালে নিয়ে আসতাম। আমি জানি আমার স্বামীর সঙ্গেও একই আচরণ করব। ব্যক্তিগতভাবে চাই আমার স্বামী রাজার মতো অনুভব করুক।” তানিয়া উপার্জন করতে চান এবং স্বামীর জন্য রান্নাও করতে চান। এ তথ্য উল্লেখ করে তানিয়া বলেছিলেন, “আজ আমার তিনটি কারখানা আছে। আমার কাছে যথেষ্ট টাকা আছে।...