শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের জীবনে বৃহস্পতিবার রাতে নেমে এলো ব্যক্তিগত এক গভীর শোক। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ জয়ের পর মাঠেই তিনি জানতে পারেন— হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবা সুরঙ্গা ভেল্লালাগে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। ম্যাচের পর শ্রীলঙ্কা যখন ১৭০ রানের লক্ষ্য তাড়া করে জিতে সুপার ফোরে ওঠার আনন্দে মেতে উঠছিল, তখনই দলের প্রধান কোচ সনাথ জয়াসুরিয়া এবং ম্যানেজার মাঠেই দুনিথকে তার পিতার মৃত্যুর দুঃসংবাদটি জানান। খবরটি শোনার পরপরই ২২ বছর বয়সী এই অল-রাউন্ডার দেশের উদ্দেশে রওনা হন। ফলে চলমান টুর্নামেন্টের বাকি অংশে তার খেলা এখন অনিশ্চিত। সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার রাসেল আর্নল্ড সনি স্পোর্টস নেটওয়ার্কে ধারাভাষ্য দিতে গিয়ে বলেন, ‘দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা কিছুক্ষণ আগেই মারা গেছেন। তিনি নিজেও ক্রিকেট খেলেছেন। আমাদের...