অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতনের পরে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপ চললেও জাতীয় নির্বাচন, জুলাই সনদসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সঙ্গে অন্য দলগুলোর, বিশেষ করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ছে। শুধু তাই নয়, আগামী নির্বাচন সামনে রেখে অনানুষ্ঠানিকভাবে বিএনপিবিরোধী যে জোটের কথা বলা হচ্ছিল, সেটি অনেকটা আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে বলেও মনে হচ্ছে। যার তৎপরতা শুরু হয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও খেলাফত আন্দোলনের যুগপৎ কর্মসূচির মধ্য দিয়ে। তাতে অনেকের মনে এই প্রশ্ন তৈরি হচ্ছে যে, বিএনপিবিরোধী এই জোট কি ‘মাইনাস টু’ ফর্মুলা বাস্তবায়নের অংশ? প্রসঙ্গত, বাংলাদেশের রাজনীতিতে ‘মাইনাস...