শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে পরদিন শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নারায়ণগঞ্জ ও আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেমরা-সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ভাল্ভ স্টেশনগামী ১০ ইঞ্চি, ১২ ইঞ্চি ও ১৪ ইঞ্চি মুখ্য বিতরণ পাইপলাইনের অংশবিশেষ বিচ্ছিন্নকরণ কাজে জরুরি মেরামত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও পড়ুনআরও পড়ুন৫০ লাখ প্রবাসী ভোট টার্গেট ইসির, খরচ ৪০০ কোটি টাকা বিজ্ঞপ্তি অনুযায়ী নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, মোক্তারপুর ও মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আরও পড়ুনআরও পড়ুনভোক্তা অধিদপ্তর চালু করল ‘বাজারদর’ অ্যাপ এছাড়াও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে...