নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবারের (১৮ সেপ্টেম্বর) বৈঠকে পেশ করা খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিলো। সেইসাথে অবরুদ্ধ গাজা ভূখণ্ড থেকে ইসরাইলের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, সেখানে অবাধ ত্রাণ সরবরাহ আর গাজায় জিম্মি ইসরাইলিদের অবিলম্বে সসম্মানে মুক্তির শর্তও ছিল। খসড়াটি ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের নির্বাচিত ১০ সদস্য দেশ উত্থাপন করে। যুক্তরাষ্ট্র ছাড়া সব সদস্য পক্ষে ভোট দিয়েছে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে এ নিয়ে ৬ বার ভোটো দিলো যুক্তরাষ্ট্র। এদিকে, গাজা সিটি দখলের উম্মাদনায় ব্যাপক বিমান হামলার পাশাপাশি শুরু হওয়া স্থল অভিযান আর বিস্ফোরকবাহী রোবট দিয়ে ফিলিস্তিনিদের ওপর হামলা তীব্রতর করছে দখলদার বাহিনী। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় শহরটিতে অন্তত ৪০ জন আর সম্পূর্ণ গাজায় কমপক্ষে ৫০...