দীর্ঘদিন ধরে নেয়া জরিপে দেখা যাচ্ছে, জীবনধারণের খরচ বেড়ে যাওয়ায় জার্মানরা বিপন্ন বোধ করছেন। ইউক্রেনের যুদ্ধ এখনো বন্ধ হয়নি, মুদ্রাস্ফীতি ও ডনাল্ড ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তও বিশ্বে প্রভাব ফেলছে, তবে সেসব নিয়েজার্মানরাআর আগের মতো ভয় পাচ্ছেন না। অনেকেই জার্মানদের উদ্বেগকে এইভাবে ব্যাখ্যা করেন, জার্মানরা দ্বিধান্বিত, হতাশ, সতর্ক এবং নিজেদের সুরক্ষা নিয়ে ভয়ংকরভাবে চিন্তিত। ২০২৫ সালে জার্মানরাকী নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন বা ভয় পাচ্ছেনএই বিষয় নিয়ে প্রচুর সমীক্ষা হয়েছে। ১৯৯২ সাল থেকে বিমা কোম্পানি আর প্লাস ভি ফ্যাজিসাহোঙ্গ এই বিষয়ে সমীক্ষা করছে। তাদের সমীক্ষা বলছে, বিশ্বজুড়ে নানান সংকট চললেও জার্মানদের ভবিষ্যৎ নিয়ে ভয় আগের তুলনায় কমেছে। মারবুর্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ইসাবেলা এই সমীক্ষার পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন। তিনি ডিডাব্লিউকে বলেছেন, ''এটা অত্যন্ত স্বস্তির বিষয়। মানুষ এখন ভবিষ্যতের ভয় নিয়ে চিন্তিত নয়, বরং তারা...