আফগানিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার জয় নিশ্চিত হওয়ার মাধ্যমে নির্ধারিত হয়েছে ২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরের চার দল। গ্রুপ ‘বি’ থেকে বাংলাদেশ জায়গা করে নিয়েছে এ পর্বে। বাংলাদেশের ভাগ্য অনেকটাই নির্ভর করছিল শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর। আবুধাবিতে অনুষ্ঠিত সেই ম্যাচে শ্রীলঙ্কা ৬ উইকেটে জয় পায়। ফলে আফগানিস্তানের স্বপ্ন ভেঙে যায়, আর সুপার ফোরে খেলার টিকিট কেটে নেয় টাইগাররা। সুপার ফোর নিশ্চিত হওয়ার পর আনন্দ প্রকাশ করতে দেরি করেননি জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারমুশফিকুর রহিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি ও বার্তা পোস্ট করে তিনি লিখেন— “খেলা হবে! যেতে হবে বহুদূর…” এর পাশাপাশি ফটো কার্ডে যুক্ত করেন লেখা— “Bangladesh make it to Super Four qualified” । এশিয়া কাপে বাংলাদেশের এই অগ্রযাত্রা ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন নজর...