পটুয়াখালীর কুয়াকাটায় আনোয়ার হোসাইন (৪৮) নামে এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত আনোয়ারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তার বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। গুরুতর আহত আনোয়ার হোসাইন জানান, মহিপুর থানার ধুলাসারের নয়াকাটা গ্রামের একটি মাছের ঘের নিয়ে কুয়াকাটার হারুন মৃধার সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছিল। এ নিয়ে এক মাস আগে তিনি আদালতে মামলা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটায় পৌঁছালে হারুনের নেতৃত্বে ১০-১৫ জন অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। আরও পড়ুনআরও পড়ুনপুকুর থেকে কিশোরীর বিবস্ত্র লাশ উদ্ধার, লোমহর্ষক বর্ণনা বাবার এ ঘটনায় কলাপাড়া উপজেলা আইনজীবীরা...