‘শ্রীলঙ্কা জিতলে সমীকরণটা এমন, আফগানিস্তান জিতলেও সম্ভাবনা আছে তবে এভাবে জিতলে বাংলাদেশ যাবে শেষ চারে’ – এমন সমীকরণ প্রতি টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গী। এবারের এশিয়া কাপেও সামনে চলে এসেছিল। ভাগ্যগুণে, শ্রীলঙ্কার দারুণ পারফর্ম্যান্সে সে সমীকরণটা মিলেও গেছে। বাংলাদেশ চলে গেছে সুপার ফোরে। এমন সমীকরণের সামনে বাংলাদেশ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পড়েছে, তার আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৯ বিশ্বকাপেও পড়েছে। তার আগে আপনি যত পেছনে যাবেন, এমন নজির কম দেখবেন না। প্যাটার্ন লক্ষ্য করলে দেখবেন, নিয়মিতই এমন সব সমীকরণের সামনে পড়েছে বাংলাদেশ। আর এই ধরনের পরিস্থিতিতে নেট রান রেটটা যত ভালো থাকে, সমীকরণ মিলে যাওয়ার সম্ভাবনা ততই ভালো থাকে। তবে বাংলাদেশ এসবে গা করে থোড়াই। হংকংয়ের বিপক্ষে ১৪৩ রান তাড়া করতে বাংলাদেশ যখন ১৮ ওভার পর্যন্ত খেলল, তখনই এসব নিয়ে আলাপ শুরু হয়ে...