লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত ২০ মামলার আসামি হাবিবুর রহমান কালুকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কালুকে নতুন একটি মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি একই এলাকার চৌকিদার বাড়ির বাসিন্দা। আরও পড়ুনআরও পড়ুনআ.লীগ নেত্রীকে রক্ষায় কুরআন ছুঁয়ে ২ লাখ টাকা নিলেন বিএনপি নেতা থানা পুলিশ জানায়, কালুর বিরুদ্ধে রামগঞ্জসহ বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। বিভিন্ন সময় জামিনে বের হয়ে সে পুনরায় মাদক কারবারির সঙ্গে জড়িয়ে পড়ে। রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ২০০ পিস ইয়াবাসহ কালুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলা করা হয়েছে। ওই মামলায়ে...