কায়রোর ‘মিসরীয় জাদুঘর’ থেকে লাপাত্তা হয়ে গেছে ফারাওয়ের (প্রাচীন মিসরীয় সম্রাট) তিন হাজার বছরের পুরোনো একটি সোনার ব্রেসলেট। অমূল্য ব্রেসলেটটি এখন খুঁজছে মিসর কর্তৃপক্ষ। মিসরের পর্যটন ও পুরাকীর্তিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ল্যাপিস লাজুলি (নীল রত্ন) দিয়ে সজ্জিত এ সোনার ব্রেসলেট সর্বশেষ ‘তাহরির স্কয়ারে’ অবস্থিত জাদুঘরটির রেস্টোরেশন ল্যাবরেটরিতে দেখা গিয়েছিল। ব্রেসলেট খোয়া যাওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পাবলিক প্রসিকিউশন অফিসে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করা বিবৃতিতে আরও বলা হয়েছে, চোরাচালানের চেষ্টা রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ব্রেসলেটের ছবি দেশটির সব বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলসীমান্তে পাঠানো হয়েছে। জাদুঘরটির মহাপরিচালক স্পষ্ট করেছেন, অনলাইনে প্রচার হওয়া ব্রেসলেটের কিছু ছবি হারানো ব্রেসলেটটির নয়; বরং জাদুঘরের প্রদর্শনীকক্ষে থাকা অন্য একটি ব্রেসলেটের। এই ব্রেসলেট ছিল মিসরের ‘থার্ড ইন্টারমিডিয়েট পিরিয়ডে’ (খ্রিষ্টপূর্ব আনুমানিক ১০৭৬ থেকে...