ফরিদপুরে কুমার নদে স্পিডবোটে করে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সাউন্ড বক্সে উচ্চস্বরে গানের তালে তালে রামদা ও চাইনিজ কুড়ালের মতো অস্ত্র প্রদর্শন করে তারা।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এর আগে, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলা সদরের ওপর দিয়ে বয়ে যাওয়া কুমার নদের প্রায় চার কিলোমিটার অংশে অন্তত ২০ থেকে ২৫টি স্পিডবোট ও অর্ধশতাধিক ট্রলার নিয়ে কিশোর ও তরুণরা এই মহড়া চালায়। বাইসাখালি, চণ্ডীদাসদী, আতাদী ও পূর্ব সদরদী এলাকাজুড়ে এই কর্মকাণ্ড চলে।রাত নামলেই লুট হচ্ছে কীর্তনখোলা নদীর বেড়িবাঁধের ব্লকসূত্র জানায়, শত বছর ধরে বিশ্বকর্মা পূজার দিন কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হতো। ২০০৫ সালে সারা দেশে...