অবশেষে শ্রীলঙ্কার ওপর ভর করে এশিয়া কাপের সুপার ফোরে উঠে গেছে বাংলাদেশ দল। গতকাল আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জয় পাওয়ায় টাইগারদের সুপার ফোর নিশ্চিত হয়। তিন ম্যাচে শতভাগ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা শ্রীলঙ্কা। আর দুই ম্যাচ জেতা বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপ রানার্সআপ। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে ভারত ও পাকিস্তান। এই চার দল নিয়ে আগামীকাল ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোর পর্ব, শেষ হবে ২৬ সেপ্টেম্বর। এই পর্বে প্রতিটি...