চট্টগ্রাম:চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) মধ্যে ভেটিং পরামর্শক হিসেবে চুক্তি হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সভাকক্ষে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান’ প্রকল্পের ভেটিং কার্যক্রম নিয়ে সভা ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুয়েটের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান ড. ফৌজিয়া গুলশানা রশিদ লোপা এবং চউকের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ ও মাস্টারপ্ল্যান প্রকল্পের প্রকল্প পরিচালক পরিকল্পনবিদ মো. আবু ঈসা আনছারী। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম।এ সময় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর এবং মেকানিক্যাল ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও...