নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে প্রায় ৪০ বছর ধরে নিষিদ্ধ থাকা ইসলামী ছাত্রশিবির (আইসিএস) সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেল জয়লাভ করেছে। এই ঘটনাকে 'বামপন্থীদের স্বর্গরাজ্য' হিসেবে পরিচিত ক্যাম্পাসে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। গত প্রায় চার দশক ধরে ছাত্রশিবির ক্যাম্পাসে গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযোগ রয়েছে যে, এই সময়ে শিবিরকর্মী হিসেবে পরিচিতি পেলে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হতো। শিবিরকর্মীরা নিজেদের মধ্যে যোগাযোগ এবং একে অপরকে চিনতে "কে জা" (কেন্দ্র জানে) কোড ব্যবহার করত। প্রত্যেক কর্মীর একটি সাংগঠনিক নাম এবং প্রতিটি গ্রুপ ও কমিটির একটি কোড নেম থাকত, যা নিয়মিত পরিবর্তন করা হতো যাতে তাদের পরিচয় ফাঁস না হয়। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া এক গ্রুপ...