আরলিং হালান্ড আবারও ইতিহাস লিখলেন। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে দ্রুত ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি, মাত্র ৪৯ ম্যাচেই! ফন নিস্টেলরয়ের রেকর্ড (৬২ ম্যাচ) ভেঙে এদিন নতুন অধ্যায় রচনা করেন নরওয়ের গোলমেশিন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তার দুর্দান্ত হেড এবং পরে জেরেমি ডোকুর গোলেই ১০ জনের নাপোলিকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতার লিগ পর্ব শুরু করল ম্যানচেস্টার সিটি। ইতিহাদে রাতটা শুধু রেকর্ডের নয়, আবেগেরও ছিল। গ্রীষ্মে বিদায় নেওয়ার পর প্রথমবারের মতো নিজের পুরোনো ঘরে ফিরেছিলেন কেভিন ডি ব্রুইনে। দর্শকেরা দাঁড়িয়ে অভিনন্দন জানালেন তাকে। তবে ভাগ্যের পরিহাসে লাল কার্ডের ঘটনার জটিলতায় অ্যান্টোনিও কন্তে তাকে নামিয়ে নিতে বাধ্য হন প্রথমার্ধেই।আরো পড়ুন:২১ বছর পর এমন বাজে পরিস্থিতিতে ম্যানসিটিম্যানচেস্টার সিটির দাপুটে জয় শুরুতেই আক্রমণ জমায় সিটি। রেইজেন্ডার্সের ভয়ঙ্কর দূরপাল্লার শট ঠেকান নাপোলির গোলকিপার ভানজা মিলিনকোভিচ-সাভিচ।...