আজ চিরসবুজ নায়ক সালমান শাহর জন্মদিন। বেঁচে থাকলে তিনি আজ ৫৪ পূর্ণ করে ৫৫-তে পা দিতেন। হয়তো জন্মদিন ঘিরে আয়োজন হতো নানা উৎসবের। কিন্তু ১৯৯৬ সালের ছয় সেপ্টেম্বর এই প্রিয় নায়ক পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। মৃত্যুর অনেক বছর পার হলেও ভক্তদের মনে তিনি আজও অমলিন। সালমান শাহকে শ্রদ্ধাভরে স্মরণ করতে দেশে বিভিন্ন অঞ্চলে গঠিত ‘সালমান শাহ ফ্যান ক্লাব’-এর সদস্যরা জন্মদিন উদযাপন করবেন। টিভি চ্যানেলগুলোও বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। পাশাপাশি বিভিন্ন সংগঠন নানা আয়োজনের মাধ্যমে নায়কের প্রতি শ্রদ্ধা জানাবে। সালমান শাহর জন্ম ১৯৭১ সালের উনিশ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর সন্তান তিনি। স্কুলে পড়ার সময় বন্ধুমহলে তিনি সংগীতশিল্পী হিসেবে পরিচিত ছিলেন। চলচ্চিত্রে আসার আগে ১৯৯২ সালে সামিরা হককে বিয়ে করেন। চলচ্চিত্রে আসার আগে...