ভারতের বিচ্ছিন্নতাবাদী শিখ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যানকুভারে অবস্থিত ভারতীয় কনস্যুলেট দখলের হুমকি দিয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) তারা এক বিবৃতির মাধ্যমে এ হুমকি প্রদান করে। পাশাপাশি কানাডায় ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত দিনীশ পাটনায়েকের একটি পোস্টার প্রকাশ করেছে, যেখানে তার মুখে লাল রঙের গোলাকার ‘টার্গেট চিহ্ন’ দেখা যাচ্ছে। এসএফজে দাবি করেছে, কানাডায় ভারত গুপ্তচর নেটওয়ার্ক পরিচালনা করছে এবং খালিস্তানপন্থি শিখদের ওপর নজরদারি করছে। তাদের বক্তব্য অনুযায়ী, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিষয়টি উল্লেখ করেছিলেন এবং এ বিষয়ে তদন্ত চলছে। দুই বছর পেরিয়ে গেলেও ভারতের কনস্যুলেটগুলো নীরব হুমকি ও নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ করেছে এসএফজে। সংগঠনটি জানিয়েছে, ভারতের কার্যক্রম এতটাই তীব্র যে রয়্যাল কানাডিয়ান পুলিশ তাদের শীর্ষ...