প্রশ্ন:সফরে থাকা অবস্থায় দুইজন মিলে জুমা আদায় করা যাবে? উত্তর:জুমা অর্থ সম্মিলন বা জমায়েত। জুমা শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত হলো কিছু সংখ্যাক মানুষের জমায়েত। কিছু সংখ্যাক মানুষ একসাথে জামাতবদ্ধ হয়েই জুমার নামাজ আদায় করতে হয়। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ একা আদায় করা গেলেও জুমার নামাজ একা আদায় করা যায় না। শুধু তাই নয়, জুমার নামাজ দুইজন বা তিনজন মিলে জামাতের সাথেও আদায় করা যায় না। ইমাম আবু হানিফার (রহ.) মত অনুযায়ী জুমা আদায় করার জন্য ইমাম ছাড়া কমপক্ষে তিনজন মুসল্লি থাকতে হয়। অর্থাৎ অন্যান্য শর্ত পূরণ হওয়া সাপেক্ষে অন্তত চারজন ব্যক্তি চাইলে জামাতের সাথে জুমা আদায় করতে পারবে, এর কম নয়। জুমা শুদ্ধ হওয়ার জন্য জামাত অত্যাবশ্যক এ বিষয়ে আলেমদের মধ্যে মতবিরোধ নেই। তবে জামাত কত বড় হতে হবে এ...