এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় ক্রিকেটাররা। যা নিয়ে সৃষ্টি হয়েছিল নানা বিতর্ক। সুপার ফোরে আবারও মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার দুই পরাশক্তি। তবে এবার হ্যান্ডশেক বিতর্ক এড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। পাকিস্তান দলকে নির্দেশ দেওয়া হয়েছে, সুপার ফোরের ম্যাচে যেন পাক ক্রিকেটাররা ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না যান। আইসিসির এই নির্দেশ মেনে নিয়েছে পাকিস্তান। অর্থাৎ রোববারও দুদলের ক্রিকেটারদের করমর্দন করতে দেখা যাবে না। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রিকবাজ। প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির সিইও সংযোগ গুপ্তের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির বৈঠক হয়েছে। এরপর পাকিস্তান অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠক করেছেন নাকভি। সেখানেই পাকিস্তানি ক্রিকেটারদের হাত না মেলানোর পরামর্শ...