বড়রা না পারলেও বাংলাদেশের ছোটরা ঠিকই নেপালকে হারিয়েছে। বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে কলম্বোর রেসকোর্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হিমালয়ের দেশটিকে হারিয়ে শিরোপা মিশন শুরু করেছে। এই জয়ে তিন দলের এ-গ্রুপ থেকে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সাব্বির ইসলাম খান, অপু রহমান, আলিফ রহমান ও আকাশ আহমেদ একটি করে গোল করেন। কাল বাংলাদেশের বিপক্ষে এক পয়েন্ট পেলেই এ-গ্রুপ থেকে চার পয়েন্ট নিয়ে নেপালের সেমিফাইনাল নিশ্চিত হতো। এখন বাংলাদেশের কাছে হেরে উলটো বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে। রোববার গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলংকা যদি বাংলাদেশকে তিন বা ততোধিক গোলের ব্যবধানে হারায়, তাহলে গোল ব্যবধানে শ্রীলংকার চেয়ে পিছিয়ে পড়বে নেপাল। অন্যদিকে, বাংলাদেশ পরবর্তী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে। তখন গ্রুপ রানার্সআপ হিসাবে শেষ...