১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম ঈশ্বরদী পৌর এলাকার বাজার সংলগ্ন প্রাণ কেন্দ্র হওয়ার পরেও অবহেলিত মহল্লা হচ্ছে আমবাগান। এখানে সামান্য বৃষ্টি হলেই খেলার মাঠ, রাস্তা ঘাট পানিতে তলিয়ে যায়। রাতের বৃষ্টিতে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির খেলার মাঠ জলাশয়ে পরিণত হয়েছে । মাঠে এক হাঁটু পরিমাণ পানি থাকায় ছোট্ট ছেলে-মেয়েদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। বৃষ্টির পানি বাড়িতে ঢুকে ঘরে থাকা আসবাব পত্র নষ্ট হয়ে যায়। ভুক্তভোগীরা মনে করেন পৌরসভার মেয়র, কাউন্সিলরদের অবহেলায় এমনটা হয়ে থাকে। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতের বৃষ্টিতেই শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির খেলার মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় কলোনীর রাস্তা-ঘাটের নোংরা পানি পেরিয়ে পথচারীদের যেতে হচ্ছে। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার কারণে মাঠ দেখে মনে হবে এটি একটি জলাশয় কিংবা দিঘি। পানি অপসারণের...