সামনেই দুর্গাপূজা - এই সময় হেয়ার কাট পাল্টে নিতে চাইছেন? চুল যদি ছোট করে ছাঁটতে চান, তা হলে জেনে নিন কী কী ‘হেয়ারকাট’ এখন চলছে। ব্লান্ট ববআরো পড়ুন:উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার‘স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্রের অবসান হয়নি’ ছোট চুলের জন্য খুবই ভালো ব্লান্ট বব। গরম কিংবা বৃষ্টিদের খুবই আরামদায়ক এই চুলের ছাঁট। মুখের গড়নের সঙ্গে মানানসই করে ছাঁটা হয় চুল। আবার ব্লান্ট লবও খুব জনপ্রিয় এখন কমবয়সিদের মধ্যে। দেখতেও ভালো লাগে, ছোট ছোট লেয়ার থাকে পুরো হেয়ার কাটে। বব কাটযদি আপনার একদম ছোট করে চুল কাটা পছন্দ না হয়, তাহলে বব কাট বেছে নিতে পারেন। এই কাট দিলে চুল কাঁধ ছাপিয়ে পড়বে আবার খুব বেশি বড়ও হবে না। সুতরাং বব হেয়ার কাট করতেই পারেন। কাঁধের দুই ইঞ্চি উপর পর্যন্ত...