আমাদের দেহের সুস্থতার সঙ্গে খাদ্য ও পুষ্টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। খাদ্য আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখতে প্রধান ভূমিকা পালন করে। পুষ্টিবিজ্ঞানে বলা হয়ে থাকে, আমরা যা খাই, আমরা তাই হয়ে উঠি।পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে এ বিষয়েও ইসলামে রয়েছে সুনির্দিষ্ট কিছু সুন্নত, আদব ও বিধি-বিধান। অর্থাৎ, ইসলামে খাদ্যগ্রহণকেও ইবাদতের অংশ হিসেবে গণ্য করা হয়েছে। তবে আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে, ‘খাবার গ্রহণকালে কথা বলা যাবে না। এটা হাদিসে নিষেধ।’ তাই অনেকেই জানতে চান, ‘খাদ্যগ্রহণকালে কথা বলা আসলেই কি হাদিসে নিষেধ? এমনটি করলে কি গোনাহ হয়?’চলুন, শরিয়তের দৃষ্টিভঙ্গি জেনে নিই—প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ জানান, খাওয়ার সময় কথাবার্তা বলা নিষিদ্ধ নয়। ভাত খাওয়া আর নামাজ পড়া সমান—এ অর্থে হাদিসের নামে আমাদের সমাজে যা প্রচলিত আছে, তা বানোয়াট। মানুষের মনগড়া কথাবার্তা।...