কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়ায় গহীন পাহাড় থেকে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ যৌথ অভিযানে অপহরণকারী ও মানবপাচারকারী চক্রের বেশ কয়েকটি আস্তানা খুঁজে পাওয়ার দাবি করেছে দুই বাহিনী। নৌ বাহিনীর পক্ষ থেকে পাঠানো যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড়ে তল্লাশি চালিয়ে দীর্ঘদিন ধরে আটকে রাখা রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করা হয়। নৌবাহিনী সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এসব চক্র অস্ত্রের মুখে সাধারণ মানুষকে অপহরণ করে...