ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুলাইয়ে ধারে আসার পর বার্সেলোনার হয়ে গোলশূন্য ছিলেন মার্কাস রাশফোর্ড। অবশেষে জোড়া গোলেই খাতা খুললেন ইংলিশ ফরোয়ার্ড। রাশফোর্ডের জোড়া গোলে বার্সেলোনা বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগ অভিযানের সূচনায় নিউক্যাসল ইউনাইটেডকে তাদের মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে। সেন্ট জেমস পার্কে ঘণ্টা পূর্ণ হওয়ার আগে (৫৮ মিনিটে) জুলেস কুন্দের ক্রসে হেড থেকে প্রথম গোলটি পান রাশফোর্ড। এরপর ইংলিশ এই ফরোয়ার্ড দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে (৬৭ মিনিটে) দুর্দান্ত ডান পায়ের শটে দূরপাল্লার গোল করেন, বল গিয়ে জড়িয়ে যায় জালের উপরিভাগে। ৯০ মিনিটে অ্যান্থনি গর্ডন নিউক্যাসলের হয়ে এক গোল শোধ করলেও...