এক ফোঁটা রক্ত মানে একটি প্রাণের আশার আলো। কিন্তু সেই রক্তে যদি স্যালাইন মেশানো থাকে, তা রোগীর জন্য হতে পারে প্রাণঘাতী। তবুও থেমে নেই এই অপতৎপরতা। রাজধানীর বেসরকারি কিছু ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ রক্তের ব্যাগে এভাবেই দেদারসে মেশাচ্ছে স্যালাইন। এসব মানহীন রক্ত বিক্রি হচ্ছে ৩ থেকে ১০ হাজার টাকায়। শুধু তাই নয়, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতের জন্য সংগ্রহ করা রক্ত চড়া দামে বিক্রি করা হয় বাইরে। দেশের চিকিৎসা সেবার কেন্দ্রস্থল রাজধানী ঢাকা। অধিকাংশ মুমূর্ষু রোগীর ঠিকানাই হয় রাজধানীর কোনো না কোনো হাসপাতালে। ফলে সবচেয়ে বেশি রক্তের প্রয়োজন হয় এই শহরেই। কিন্তু মানুষের শরীরে দেওয়া রক্তগুলোতে আসলেই কি রক্ত থাকে?বেসরকারি ব্লাড ব্যাংকের রক্ত কতটা মানহীন তা দেখতে সাড়ে পাঁচ হাজার টাকায় একব্যাগ ‘ও নেগেটিভ’ রক্ত সংগ্রহ করা...