১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ এএম নীলফামারীর সৈয়দপুরে ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মোকছেদ আলী প্রামানিক (৫৬) গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে আটক করে সৈয়দপুর থানা পুলিশ। পরে একই দিন আদালতের মাধ্যমে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট দুপুরে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী তহশীলদারপাড়ায় নিজ বাড়িতে প্রতিবেশী ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করেন মোকছেদ আলী। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন গ্রেফতার এড়াতে স্থান পরিবর্তন করতে থাকায় পুলিশ তাকে আটক করতে পারছিল না। এতে...