দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন এবাদত হোসেন চৌধুরী। এশিয়া কাপের স্কোয়াডেও জায়গা পাননি তিনি। এর মাঝেই বাবা হারালেন এই টাইগার পেসার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাবা সাবেক বিজিবি সদস্য নিজাম উদ্দিন চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অসুস্থ বোধ করছিলেন তিনি। এরপর তাকে সিলেটের একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, অনেক দিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন এবাদতের বাবা। নিয়মিত তিনি চিকিৎসাও নিচ্ছিলেন। তার ফলে শারীরিকভাবে অনেকটা সুস্থও ছিলেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হঠাৎ কিছুটা অসুস্থবোধ করেন। এসময় এবাদতই তাকে নিয়ে সিলেটের হাসপাতালে নিয়ে যান। তবে শেষমেশ তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবাদত বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থতা বোধ করলে আমি নিজেই তাকে...