বার্সেলোনার জার্সিতে প্রথমবার গোল পেলেন ইংলিশ তারকা মার্কাস র্যাশফোর্ড। তাতেই দারুণ জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। র্যাশফোর্ডের জোড়ায় চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে নিউ ক্যাসল ইউনাইটেডকে। সেন্ট জেমস পার্কে বৃহস্পতিবার রাতে বার্সেলোনা ৬৫ শতাংশ পজেসন ধরে রেখে ম্যাচ জিতে নেয়। চোটের কারণে টানা দ্বিতীয় ম্যাচ খেলতে পারেননি লামিনে ইয়ামাল। তাকে ছাড়াই স্বাগতিকদের মাঠে জয় এসেছে। আক্রমণ-পাল্টা আক্রমণ দিয়ে খেলা শুরু হলেও গোলের জন্য বার্সেলোনাকে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ৫৮ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। জুল কুন্দের ক্রসে বক্সের ভিতরে দারুণ হেডে বল জালে পাঠান র্যাশফোর্ড। গ্যালারিতে বসে তার গোল দেখলেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ টমাস টুখেল। ৬৭ মিনিটে গোল ব্যবধান বাড়ান ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা র্যাশফোর্ড। ২৭ বছর বয়সী তারকার এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা বানিয়ে বক্সের বাইরে থেকে ডান...