মস্তিষ্কের অ্যানিউরিজমের ফলে সাবআরকনয়েড হেমোরেজ বা রক্তক্ষরণ হতে পারে। তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এবং তার কারণগুলোও নির্ণয় করা দরকার। তাহলেই নিরাপদ থাকা যায়। ব্রেন অ্যানিউরিজম কী : মস্তিষ্কের অ্যানিউরিজমের ফলে সাবআরকনয়েড হেমোরেজ বা রক্তক্ষরণ হতে পারে। এটি এমন এক অবস্থা, যেখানে আপনার মস্তিষ্কের রক্তনালির যে বেলুনিং বা বুলিং (ballooning or bulging) রয়েছে তা ফেটে গিয়ে মস্তিষ্কে হঠাৎ রক্তক্ষরণ শুরু হয়। এটিকে হেমোরেজিক স্ট্রোক (hemorrhagic stroke) বলে। কারণ : ব্রেন অ্যানিউরিজমের অনেক কারণের মধ্যে বংশগত সম্পর্ক। উচ্চ রক্তচাপ। মাথার গুরুতর আঘাত। ধূমপান উল্লেখযোগ্য। লক্ষণ : বেশিরভাগ মস্তিষ্কের অ্যানিউরিজমগুলো ফাটে না এবং লক্ষণগুলো বোঝা যায় না। অতএব, এই লক্ষণগুলো সহজ শনাক্তকরণ নয়। এই বিঘিœত অ্যানিউরিজমগুলো অন্যান্য অবস্থার জন্য প্রায়ই পরীক্ষার সময় শনাক্ত করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে মস্তিষ্কের অ্যানিউরিজমগুলো ফেটে গেলেই তার...