গতকাল বল হাতে ভুলে যাওয়ার মতো দিন কাটিয়েছেন দুনিথ ভেল্লালাগে। আফগানিস্তানের বিপক্ষে নিজের প্রথম তিন ওভারে ১৭ রান দেওয়া ভেল্লালাগে ইনিংসের শেষ ওভারের বোলিংয়ে মোহাম্মদ নবীর ঝড়ের মুখে পড়েন। টানা পাঁচ ছক্কায় ওই ওভারে ৩২ রান দেন ভেল্লালাগে। নবীর শেষ দিকে ২২ বলে ৬০ রানের তাণ্ডবে ১৬৯ রান তুলেছিল আফগানরা। পরে রান তাড়ায় কুশল মেন্ডিদের (৫২ বলে অপরাজিত ৭৪) দৃঢ়তায় সহজে ইনিংসের ৮ বল আর ৬ উইকেট হাতে রেখেই ম্যাচটা জিতে যায় লঙ্কানরা। এ জয়ে শ্রীলঙ্কার সঙ্গে সুপার ফোরে ওঠে বাংলাদেশও। বল হাতে ভুলে যাওয়ার মতো দিন কাটিয়ে দলের জয়ে কিছুটা হলেও সান্ত্বনা পাওয়ার কথা ছিল ভেল্লালাগের। কিন্তু ম্যাচ শেষে আরও বড় দুঃসংবাদ পেয়েছেন ২২ বছর বয়সী স্পিনার। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভেল্লালাগের বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। ম্যাচ শেষ হতেই...