জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি ২০ ফরম্যাটের টুর্নামেন্টে খেলতে রাজশাহীতে ছিলেন ক্রিকেটাররা। টুর্নামেন্ট স্থগিত হওয়ায় নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদরা ঢাকায় ফিরেছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন তারা। জাতীয় দলের ক্রিকেটাররা দেশে না থাকলেও মিরপুর জমজমাট। বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে মিরপুরে নিজেদের শেষ প্রস্তুতি সারছেন নিগার সুলতানারা। মিরপুরে চলছে কোচিং কোর্সও । কাল নাজমুল, মুমিনুল হক, হাসান মাহমুদসহ বেশ কয়েকজন ক্রিকেটার জিম ও রানিং করেছেন। স্থানীয় কোচদের পরামর্শ নিয়েছেন। এনসিএলের নতুন সূচি প্রকাশের অপেক্ষায় তারা। আইসিসির সাবেক এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টফেল কাজ করছেন। সাথিরা জাকির জেসিকে শেখানোর চেষ্টা করছেন। ৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলংকায় শুরু হবে মেয়েদের বিশ্বকাপ। ২ অক্টোবর শ্রীলংকার কলম্বোয় বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। বাংলাদেশের পরের ম্যাচগুলো ভারতে। মিরপুরে কিউরেটর টনি হেমিং...