চলতি মৌসুমেই ধারে খেলতে গেছেন বার্সেলোনায়। এর আগে মার্কাস রাশফোর্ড তার ক্যারিয়ারের পুরোটা সময় খেলেছেন ইংল্যান্ডেই। কাকতাল দেখুন, সেই ইংল্যান্ডের মাটিতেই কি-না বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক হলো তার। শুধু অভিষেকই নয়, জোড়া গোল করলেন, দলকেও দারুণ এক জয় এনে দিয়েছেন। তার জোড়া গোলে ভর করেই তো নিউক্যাসলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করল কোচ হানসি ফ্লিকের দল! বার্সেলোনা সেইন্ট জেমস পার্কের এই ম্যাচে খেলতে নেমেছিল তাদের ‘টালিসম্যান’ বনে যাওয়া লামিন ইয়ামালকে ছাড়া। তবে তাকে ছাড়া শুরুতে বেশ ধুঁকেছে বার্সা। নিউক্যাসলের হাইপ্রেসের সামনে লামিন ইয়ামালের মতো একজন, যিনি বল পায়ে একাধিক ডিফেন্ডারকে টেনে নিতে পারেন নিজের কাছে, তাকে বেশ মিস করেছে সফরকারীরা। তবে পাঁচ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা ধীরে ধীরে ম্যাচে নিজেদের ছন্দ খুঁজে পায়। ৫৮ মিনিটে গিয়ে ভাঙে ডেডলক।...