ইউরোপ সেরার মঞ্চে নতুন অধ্যায় রচনা করলেন ইংল্যান্ড ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা এ তারকা বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই দর্শক মাতালেন। স্ট্যামফোর্ড ব্রিজের উত্তপ্ত পরিবেশ নিস্তব্ধ করে দিলেন টানা দুটি দুর্দান্ত গোলে। বুধবার রাতে সেন্ট জেমস’ পার্কে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে রাশফোর্ড ছিলেন বার্সেলোনার নায়ক। ম্যাচের ৫৮ মিনিটে জুলেস কুন্দের ক্রসে নিখুঁত হেডে নিক পোপকে পরাস্ত করে এগিয়ে দেন বার্সেলোনাকে। মাত্র নয় মিনিট পর আরো জাদু দেখান ইংল্যান্ড তারকা। বক্সের বাইরে থেকে তার ঝড়ো শট ক্রসবারে লেগে জালে জড়ালে হতবাক হয়ে যান স্বাগতিক সমর্থকরা। প্রায় চার বছর পর চ্যাম্পিয়নস লিগে গোল পেলেন রাশফোর্ড। ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেলের সামনেই এই পারফরম্যান্স নিঃসন্দেহে বার্তা দিল জাতীয় দলের জন্য। গত মৌসুমে অ্যাস্টন ভিলার জার্সিতে চ্যাম্পিয়নস লিগ খেললেও তেমন আলো...