নওগাঁয় ভিন্ন ভিন্ন অভিযানে পুলিশ পরিচয়ে প্রতারণা করায় এক নারীসহ চারজন এবং গণ অধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ সময় ভুয়া পুলিশ সদস্যদের কাছ থেকে ডিএমপি ও ডিবি পুলিশের পোশাক, হ্যান্ডকাফ, ডেমো শর্টগান ও পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার এই তথ্য জানান। পুলিশ সুপার জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ শহরের জলিল চত্বরে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়। আটকেরা হলেন-সাবরিনা আক্তার (২৯), সাইফুল ইসলাম জিন্নাত (৪৫), দ্বীন ইসলাম (৩৮) ও ফুল মিয়া (৪২)। তারা পুলিশকে জানায়, তারা মান্দা থানার গোবিন্দপুর এলাকায় একটি সিনেমার শুটিংয়ের জন্য যাচ্ছেন। কিন্তু তাদের কথায় অসংগতি থাকায় পুলিশ তাদের...