মার্কাস রাশফোর্ড যেন মনে করিয়ে দিলেন, ম্যানচেস্টার ইউনাইটেড তাকে হারিয়ে কত বড় শূন্যতায় পড়েছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসলের মাঠে বৃহস্পতিবার দিবাগত রাতে তার দুর্দান্ত জোড়া গোলেই বার্সেলোনা পেল ২-১ গোলের জয়। ২৭ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড, যিনি ধারে খেলছেন বার্সায়, এর আগে ২০২৩ সালের কারাবাও কাপ ফাইনালে নিউক্যাসলের বিপক্ষেই গোল করেছিলেন ইউনাইটেডের জার্সিতে। এবার সেন্ট জেমস পার্কে ৫৮ মিনিটে মাথার চমৎকার শটে প্রথম গোল করে এগিয়ে দেন দলকে। এরপরই দূরপাল্লার এক দুরন্ত শটে দ্বিতীয় গোল করে বসেন ইংল্যান্ড কোচ টমাস টুখেলের চোখের সামনেই।আরো পড়ুন:বার্সেলোনার হোঁচট: ভায়োকানোর বিপক্ষে জয় হাতছাড়া৯ জনের মায়োর্কাকে হারিয়েও অসন্তুষ্ট বার্সা কোচ ফ্লিক ৯ জনের মায়োর্কাকে হারিয়েও অসন্তুষ্ট বার্সা কোচ ফ্লিক তবে ম্যাচে নিউক্যাসলও সুযোগ পেয়েছিল। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা অ্যান্থনি গর্ডন ও হার্ভি বার্নস বিরতির আগে...