হামলার শিকার মাজারগুলোর কোনোটির সময় ৫৬ বছরের বেশি। কোনোটি তিন দশক আগে গড়ে উঠেছে। কোনোটি পেরিয়েছে এক দশক। তবে কখনোই সেগুলোতে হামলার ঘটনার কথা শোনেননি এলাকার মানুষ। বৃহস্পতিবার হঠাৎ একের পর এক গ্রামের চার মাজারে হামলা দেখে বিস্মিত তাঁরা। একই সঙ্গে আতঙ্কিত নিজেদের নিরাপত্তা নিয়ে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর গ্রামে পৃথক চারটি মাজারে হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক একটি পোস্ট করার এক দিন পর এই হামলা হয়। যদিও বিতর্কিত পোস্ট করার অভিযোগ ওঠার পরই একটি মাজার পরিচালনায় যুক্ত ওই যুবককে গ্রেপ্তার করে মামলা দায়েরের পর কারাগারে পাঠায় পুলিশ। মাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন,...