এবারের এশিয়া কাপে হংকংকে পরাজিত করে টুর্নামেন্ট ভালো শুরু করেছিল আফগানিস্তান। তবে এরপরেই পথ হারায় দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে পরাজয় বরণ করে বাংলাদেশের কাছে। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় সুযোগ ছিল শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করার। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারেনি নবী-রাশিদরা। গতকাল গ্রুপ পর্বে নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে দুর্দান্ত ক্রিকেট খেলেও পরাজয় বরণ করেছে আফগানিস্তান। যেখানে আগে ব্যাট করে শুরুতে কিছুটা ব্যর্থ হলেও মোহাম্মদ নবীর ঝড়ো ফিফটিতে ১৬৯ রানের বড় সংগ্রহ পায় আফগানরা। তবে এমন ম্যাচেও শেষ পর্যন্ত জয় নিজেদের করে নিতে পারেনি তারা। উল্টো ৬ বল ও ৮ উইকেট হাতে রেখে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচ হেরে তাই নিজের হতাশা প্রকাশ করেছেন আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট। সংবাদ সম্মেলনে ট্রট বলেন, ‘হ্যাঁ অনেক...