ইলিশের ভরা মৌসুমে সাগরে ইলিশ শিকারে গিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে খালি হাতে ফিরছে উপকূলের হাজার হাজার ট্রলার। একের পর এক লোকসানে পথে বসতে শুরু করেছেন মৎস্যজীবীরা। জেলেরা বলছেন, অবৈধ ট্রলিং জাহাজে মাছ শিকার করায় ইলিশসহ সামুদ্রিক মাছের সংকট তৈরি হয়েছে। তাই নাগালের বাইরে ইলিশ, নাগালের বাইরে দাম। গত ১০ সেপ্টেম্বর বরগুনার পাথরঘাটার এফবি আর এস-১ ট্রলার ১৮ জেলেসহ ২ লাখ টাকার জ্বালানি-রসদ নিয়ে ইলিশ শিকারে যায় সাগরে। ছয় দিন সাগরে মাছ শিকার শেষে বুধবার (১৭ সেপ্টেম্বর) বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে ফেরে ট্রলারটি। টানা ছয়দিনে সাগরে তিন বার করে মোট ১৮ বার জাল ফেলেছে জেলেরা। দুর্ভাগ্য, একটি ইলিশও পাননি এই ট্রলারের জেলেরা। ইলিশের জালে ভিন্ন প্রজাতির যে সব মাছ পেয়েছেন, তা বিক্রি করে ১৮ জন জেলে পারিশ্রমিক পেয়েছেন...