চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে দুর্দান্ত শুরু করেও ফাইনাল খেলতে পারেনি বার্সেলোনা। তবে আবারও নতুন লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করেছে কাতালানরা। যেখানে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নিউক্যাসল ইউনাইটেডের মাঠে তাদের ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এই ম্যাচে জোড়া গোল করেছেন সদ্য বার্সায় যোগ দেওয়া মার্কাস র্যাশফোর্ড।এদিন ম্যাচের নবম মিনিটে প্রথম সুযোগ পায় নিউক্যাসল। হার্ভে বার্নসের শট ঠেকিয়ে দেন হোয়ান গার্সিয়া। ২৪তম মিনিটে বার্নসের আরেকটি শট দারুণ নৈপুণ্যে রুখে দেন বার্সেলোনার এই স্প্যানিশ গোলরক্ষক।প্রথমার্ধে গোলের জন্য নিউক্যাসলের তিন শটের ওই দুটি ছিল লক্ষ্যে। এই সময়ে বার্সেলোনার ৯ শটের কেবল একটি লক্ষ্যে ছিল। অষ্টাদশ মিনিটে রবের্ত লেভানদোভস্কির হেড ঠেকান গোলরক্ষক নিক পোপ। এছাড়া কয়েকটি হাফ-চান্স পেলেও কাজে লাগাতে পারেনি সফরকারীরা। তাই গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই...