খুদে ক্রিকেটে বড় লজ্জা। হ্যাটট্রিক ডাকের নজির তৈরি করলেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। এশিয়া কাপে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে এই অপ্রত্যাশিত রেকর্ড গড়েন পাকিস্তানি ওপেনার। এশিয়া কাপে পাকিস্তানের হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে প্রথম দুই ম্যাচে প্রথম বলেই উইকেট খোয়ান আইয়ুব। বুধবার আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের তৃতীয় ম্যাচের প্রথম বলটি কোনোভাবে উতরে গেলেও দ্বিতীয় বলে থার্ডম্যানে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর ফলে লজ্জাজনক রেকর্ড তার নামের পাশে যুক্ত হয়। আন্তর্জাতিক টি ২০ ক্যারিয়ারে ৪২ ম্যাচ খেলে আটবার শূন্য রানে আউট হয়েছেন এই পাকিস্তানি ওপেনার। তবে তিনি ছাড়াও আন্তর্জাতিক টি ২০তে ওপেনিংয়ে নেমে ‘হ্যাট্রিক ডাক’ মেরেছেন আরও পাঁচ ব্যাটার। সবমিলিয়ে পাকিস্তানের হয়ে সাইম আইয়ুবের এটি অষ্টম ডাক। শহীদ আফ্রিদি ও উমর আকমলের পর যা তৃতীয় সর্বোচ্চ। বুধবার রাতে...