বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল চীনে উড়াল দিয়েছে বৃহস্পতিবার রাতে। চীনের লিজাংয়ে দ্বিতীয় তিয়ান লিউফাং কাপে খেলবেন বাফুফে একাডেমির অনূর্ধ্ব-১৭ ফুটবলাররা। বাফুফে ভবনে কাল সংবাদ সম্মেলনে কোচ সাবেক জাতীয় ফুটবলার ইমাদুল হক খান বলেন, ‘ছোটন (গোলাম রব্বানী) ভাইয়ের ক্যাম্পে ৪০ জনের বেশি খেলোয়াড় ছিল। সেখান থেকে ২৩ জন সাফ খেলতে শ্রীলংকা গেছে। ক্যাম্পে থাকা অন্যদের মধ্য থেকে ১৮ জনকে নিয়ে দল গঠন করা হয়েছে। এটা ফুটবলারদের জন্য ভালো শিক্ষা ও অভিজ্ঞতা হবে।’ ১৮ জনের স্কোয়াডে পাঁচজন বিকেএসপির, তিনজন শামসুল হুদা একাডেমি, একজন নোয়াখালীসহ বিভিন্ন একাডেমি থেকে এসেছে। ২০-২৮ সেপ্টেম্বর ১৬ দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। কোচের কথায়, ‘আমরা এখনো গ্রুপিং এবং প্রতিপক্ষ সম্পর্কে জানি না। তবে চীনের বয়সভিত্তিক পর্যায়ের খেলোয়াড়রা যথেষ্ট ভালো ও মেধাবী হয় বলে জানি। আমাদের ফুটবলাররা নিজেদের সেরা...