১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ এএম ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ছয় মাস আগে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামের জীবন ঢালী (বাইশ)। দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগরের পথ ধরে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমান তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি; লিবিয়ায় মাফিয়াদের গুলিতে তিনি নিহত হয়েছেন। গত আট সেপ্টেম্বর লিবিয়ায় ঘটনাস্থলে ছোড়া গুলিতে জীবন মারা যান। বৃহস্পতিবার (আঠারো সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর নিজ বাড়িতে পৌঁছালে পুরো পরিবার এবং গ্রামের মানুষ শোকস্তব্ধ হয়ে পড়েন। নিহত জীবন ওই গ্রামের কালাম ঢালীর ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, লিবিয়ায় থাকা জীবনের সফরসঙ্গীরা ফোনে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। ছয় মাস আগে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মানবপাচারকারী দালাল রাসেল খানের প্রলোভনে পড়ে জীবন লিবিয়া...