১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ এএম পাঁচ দফা দাবি ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। এসব মিছিলে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। বুধবার (সতেরো সেপ্টেম্বর) দলটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন মহানগরের মিছিলে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি থাকবে। বরিশালে নেতৃত্ব দেবেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রংপুরে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রামে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সিলেটে নেতৃত্বে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। রাজশাহীতে দায়িত্বে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহে (মোমেনশাহী) অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং খুলনায় নেতৃত্ব দেবেন...