সমুদ্রের গভীরে বাস করা অগণিত প্রাণের পঁচানব্বই শতাংশ সম্পর্কেই মানুষ ওয়াকিবহাল নয়। যে পাঁচ শতাংশ সম্পর্কে আমরা জানতে পেরেছি তার মধ্যে দুই লাখ আটাশ হাজার চারশ পঞ্চাশ প্রজাতির সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ রয়েছে। এর মধ্যে মাছের প্রজাতি রয়েছে ৩০-৪০ হাজার। এমন অনেক প্রাণী আছে, যাদের বাস করে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ফুট নিচে। সমুদ্রের গভীরের এসব প্রাণীদের সম্পর্কে মানুষ যা জেনেছে তা খুবই সামান্য। সমুদ্র গভীরের অন্ধকারে লুকিয়ে থাকা প্রাণীদের মধ্যে ‘গবলিন হাঙর’ অন্যতম। গভীর সমুদ্রের বিরল এই হাঙরটির নামকরণ করা হয়েছে ইংরেজি বন্যপ্রাণী সংগ্রাহক অ্যালান ওস্টনের নামে। মহাসাগরে বিচরণকারী হাঙরের প্রজাতির সংখ্যা প্রায় ৩৫০টিরও বেশি। গবলিন হাঙর (Mitsukurina owstoni) হলো গভীর সমুদ্রের হাঙরের একটি বিরল প্রজাতি। এরা ‘জীবন্ত জীবাশ্ম’ নামেও পরিচিত। গবলিন হাঙর অদ্ভুত ভয়ংকর চেহারার অধিকারী। এদের নাকটা...