ম্যাচটা ছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। কিন্তু এ ম্যাচে না থেকেও ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল বাংলাদেশের নাম। চলতি এশিয়া কাপে লিটন দাস-মোস্তাফিজুর রহমানদের ভবিষ্যৎ নির্ভর করছিল এ ম্যাচটার ফলের ওপরই। অনুমিতভাবে এ ম্যাচে বাংলাদেশের সমর্থনটা পেয়েছে লঙ্কানরা। দিনশেষে বাংলাদেশকে সুখবরই দিয়েছেন কুশল মেন্ডিস-কামিন্দু মেন্ডিসরা। আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। তাতে লঙ্কানদের সঙ্গে টুর্নামেন্টের সুপার ফোরে উঠেছে বাংলাদেশও। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আফগানিস্তান। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষেই সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ নবীর শেষ দিকে ২২ বলে ৬০ রানের ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান তুলেছিল আফগানরা। রান তাড়ায় কুশল মেন্ডিসের (৫২ বলে অপরাজিত ৭৪) দৃঢ়তায় ইনিংসের ৮ বল হাতে রেখে জয়ের দেখা পায়...