চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ২৬ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তাদের প্যানেলের নাম দেয়া হয়েছে ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’। এ প্যানেলে রাখা হয়েছে পাঁচ নারী ও হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীকে।‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জি এস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব। আর সহ-সাধারণ সম্পাদক (এ জি এস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাজ্জাদ হোসাইন মুন্না।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেলের তালিকা ঘোষণা করেন শিবির নেতারা।প্যানেলে অন্যান্য পদে রয়েছেন: খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা সম্পাদক শাহপরান মারুফ, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, সহ-সাহিত্য সম্পাদক জিহাদ হোসাইন, দফতর সম্পাদক আব্দুল্লাহ...